IQNA

ইউক্রেনে মুসলিম নারীদের অবস্থা পর্যালোচনার অলোকে শীর্ষ বৈঠক

23:56 - April 20, 2013
সংবাদ: 2521550
চিন্তা বিভাগ: ইউক্রেনের রাজধানী কিয়েভে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ১৯শে এপ্রিলে শীর্ষ বৈঠকের মাধ্যমে মুসলিম নারীদের জীবনী এবং অবস্থা পর্যালোচনা করা হয়েছে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত বৈঠকে অংশগ্রহণকারীরা নারীদের হিজাব ও ইসলামী পোশাক পরিধান আলোকে আলোচনা করেন।

এছাড়াও এই বৈঠকে হিজাবী নারীদের সমস্যা সমূহ, মুসলিম নারীদের সমস্যা সমাধানের বিভিন্ন পন্থা, ঐক্যের গুরুত্ব এবং ইউক্রেন মুসলমানদের একত্রীকরণ সহ অন্যান্য বিষয় ব্যাপক আলোচনা করা হয়।
1214897
captcha