IQNA

পাকিস্তানে ‘কোরআন ও সুন্নত’ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

23:54 - April 21, 2013
সংবাদ: 2522141
চিন্তা বিভাগ: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘ক্বাবা’ মসজিদ কমিটির পক্ষ থেকে ‘কোরআন ও সুন্নত’ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলনের শুরুতে ইসলামাবাদের বিশিষ্ট ক্বারি পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং পরবর্তীতে এদেশের বিশিষ্ট ওলামা মাওলানা আব্দুর রহমান মক্কী, উপস্থিত দর্শক মণ্ডলীর জন্য মূল্যবান বক্তৃতা পেশ করেন।
মাওলানা আব্দুর রহমান মক্কী তার নিজ বক্তৃতায় বলেন, মুসলমানদের লক্ষ্য রাখতে হবে যেন ইসলাম বিরোধী ও বিদেশি সভ্যতা ও সংস্কৃতি যে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ না করে। মুসলমানেরা তাদের পরবর্তী প্রজন্মকে যে কোরআন ও সুন্নতের আলোতে লালনপালন করে।
এই সম্মেলন এদেশের বিশিষ্ট ওলামাবৃন্দ, ইসলামিক চিন্তাবিদ ও গবেষক এবং স্থানীয় অধিবাসীদের উপস্থিতিতে ২০শে এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।
1215492
captcha