IQNA

নিউ ইয়র্কে ইসলামী শিল্প প্রদর্শনী

15:54 - April 22, 2013
সংবাদ: 2522655
আন্তর্জাতিক বিভাগ: নিউ ইয়র্কের ‘স্টোনই বোরাক’ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক চিত্রের সমন্বয়ে ত্রিমাত্রিক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
‘sbstatesman’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত চিত্র প্রদর্শনীতে ২০ জন বিশিষ্ট শিল্পীর ত্রিমাত্রিক চিত্র সমূহ প্রদর্শিত হয়েছে।

এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী চিত্র শিল্পী ‘ফিল ওয়েবস্টার’ জানিয়েছেন, ভারত সফরের পর ইসলামি ছবির প্রতি আমার আগ্রহ বৃদ্ধি পাই, ঐখানে আমি সত্যিকারের ইসলামি সংস্কৃতি খুঁজে পাই ও ইসলামি ছবির প্রতি আমি আকৃষ্ট হয়।

উল্লেখ্য যে, এই প্রদর্শনী ২৪শে এপ্রিল পর্যন্ত দর্শনার্থীদের উপভোগ করার জন্য অব্যাহত থাকবে।
1216293
captcha