IQNA

ইরাকে নবম আন্তর্জাতিক গ্রন্থ মেলা

15:16 - April 25, 2013
সংবাদ: 2523969
আন্তর্জাতিক বিভাগ: ইরাকে পবিত্র নগরী কারবালায় ‘বাহার শাহাদাত’ পরিষদের পক্ষ থেকে ইমাম হোসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে নবম আন্তর্জাতিক গ্রন্থ মেলা অনুষ্ঠিত হবে।


কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কারবালায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক গ্রন্থ মেলার কর্তৃপক্ষ ইরাকের সকল প্রকাশক ও তাদের প্রতিনিধিবর্গ, সাংস্কৃতিক সংগঠন এবং গবেষণা কেন্দ্র সমূহকে এই প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

উক্ত আন্তর্জাতিক গ্রন্থ মেলা ইমাম হোসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে পহেলা শাবান তথা ১০ম জুন শুরু হবে এবং একাধারে ১৫ই শাবান তথা ২৪শে জুন পর্যন্ত অব্যাহত থাকবে।
1217350

captcha