IQNA

বসনিয়ায় হালাল শিল্প প্রদর্শনী

23:22 - May 13, 2013
সংবাদ: 2533011
সামাজিক বিভাগ: বসনিয়ার সারাইউ শহরে ১৫ই মে’তে হালাল শিল্পের সমন্বয়ে বিশেষ প্রদর্শনী প্রদর্শিত হবে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রদর্শনী ইসলামী সংগঠন এবং ইউরোপের দক্ষিণপূর্ব অঞ্চলের দেশ সমূহের মুসলিম ও হালাল পণ্য উৎপাদনকারীদের প্রচেষ্টায় অনুষ্ঠিত হবে।

এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য এদেশের মুসলমানদের সাথে মুসলিম কারখানা এবং হালাল পণ্য উৎপাদন কারীদের সাথে পরিচয় করানো।

উল্লেখ্য যে, বসনিয়ায় অনুষ্ঠিত উক্ত হালাল পণ্য প্রদর্শনী ১৭ই মে পর্যন্ত অব্যাহত থাকবে।
1226244

captcha