IQNA

আমেরিকায় ‘ইসলাম এবং যুবক’ শীর্ষ সম্মেলন

20:55 - May 14, 2013
সংবাদ: 2533019
সামাজিক বিভাগ: আমেরিকার হার্টফোর্ড প্রদেশে ‘আমেরিকান মুসলিম যুব সংস্থা’র পক্ষ থেকে ১৪ই মে’তে ‘ইসলাম এবং যুবক’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আমেরিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকান মুসলিম যুবকদের দায়িত্বভার ‘আমেরিকান মুসলিম যুব সংস্থা’ গ্রহণ করেছে এবং এই সংস্থার পক্ষ থেকে ১৫ই মে’তে উক্ত সংস্থার সেমিনার কক্ষে ‘ইসলাম এবং যুবক’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এই শীর্ষ সম্মেলনের মূল উদ্দেশ্যে এদেশের মুসলিম যুবকদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে অধিক অবগত করা।

উল্লেখ্য যে, ‘ইসলাম এবং যুবক’ শীর্ষ সম্মেলন ১৭ই মে পর্যন্ত অব্যাহত থাকবে।
1226917
captcha