‘ICCNC´ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই উৎসব অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে এবং পরবর্তীতে আমিরুল মুসিনীন আলী (আ.)এর ব্যক্তিত্ব ও জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করবেন কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির ইসলামি দর্শনের অধ্যাপক ডক্টর আমির আকরামই এবং আমেরিকান ধর্মীয় কাউন্সিলের সভাপতি ও প্রতিষ্ঠাতা ‘আলী আততায়ী’।
এছাড়াও, আমিরুল মুসিনীন আলী ইবনে আবু তালিব (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং পিতা দিবস উপলক্ষে ১৩ই রজব তথা ২৪শে মে’তে ইংল্যান্ড ইসলামিক সেন্টারে বিশেষ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হ্যামবুর্গ ইসলামিক কেন্দ্রও, ইমাম আলী (আ.) মসজিদের সহযোগিতায় ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ থেকে ২৬শে মে পর্যন্ত আধ্যাত্মিক ধর্মীয় কর্মসূচী এতেকাফের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই কেন্দ্রগুলো ছাড়াও ইউরোপিয়ান ও আমেরিকান শিয়া কেন্দ্রের পক্ষ থেকে আমিরুল মুসিনীন আলী ইবনে আবু তালিব (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
1230603