‘lemonde’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালেক শাবাল উক্ত ম্যাগাজিনের নাম ‘নুর’ রাখার কারণ হিসেবে ব্যাখ্যা করেন, নুর হচ্ছে নবজাগরণের আলো, নুর অর্থাৎ ঐশ্বরিক নির্দেশিকার বাতি এবং আমি সর্বদা সমাজে ইসলামের অগ্রণী ভূমিকা খুঁজেছি এবং আলোকিত ইসলামের সন্ধানে ছিলাম।
উক্ত ম্যাগাজিন চলতি সপ্তাহের প্রথমে প্রকাশিত হয়েছে এবং ফ্রান্সের জনগণের মধ্যে বিতরণ করা হয়েছে।
1230096