IQNA

ফ্রান্সে ইসলামিক ম্যাগাজিন নুরের প্রথম সংখ্যা প্রকাশিত

8:10 - May 21, 2013
সংবাদ: 2536424
আন্তর্জাতিক বিভাগ: আলজেরিয়ান বংশোদ্ভূত মুসলিম দার্শনিক ও চিন্তাবিদ ‘মালেক শাবালের’ তত্তাবধানে ইসলামিক ম্যাগাজিন নুরের প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে।

‘lemonde’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালেক শাবাল উক্ত ম্যাগাজিনের নাম ‘নুর’ রাখার কারণ হিসেবে ব্যাখ্যা করেন, নুর হচ্ছে নবজাগরণের আলো, নুর অর্থাৎ ঐশ্বরিক নির্দেশিকার বাতি এবং আমি সর্বদা সমাজে ইসলামের অগ্রণী ভূমিকা খুঁজেছি এবং আলোকিত ইসলামের সন্ধানে ছিলাম।

উক্ত ম্যাগাজিন চলতি সপ্তাহের প্রথমে প্রকাশিত হয়েছে এবং ফ্রান্সের জনগণের মধ্যে বিতরণ করা হয়েছে।
1230096

captcha