‘islam.ru’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শীর্ষ সম্মেলনে ৩০টির অধিক দেশে থেকে আগত ওলামা ও ধর্মীয় নেতারা উপস্থিত থাকবেন।
চেচেনের গ্র্যান্ড মুফতি ‘আহমেদ হাজি কাদরওফ’ এবং ২০০৩ সালে নির্বাচিত রাষ্ট্রপতির স্মরণে পঞ্চম আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
চেচেনের গ্র্যান্ড মুফতি ‘সুলতান মির্জায়েফ’ বলেন, বর্তমানে আমরা অতিথিদের আগমনের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করছি এবং পূর্ব থেকেই এই সম্মেলনের সকল কর্মসূচী নির্ধারণ করা হয়েছে।
পঞ্চম আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ‘শান্তি ও উন্নয়নের ধর্ম; ইসলাম’এর মূল উদ্দেশ্য হচ্ছে, এদেশের মধ্যে ইসলামের সঠিক পরিচয় এবং উন্নয়ন কারা।
1231588