IQNA

লন্ডনে ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মদিন উদযাপিত হবে

0:19 - May 22, 2013
সংবাদ: 2537069
কুরআনিক কার্যক্রম বিভাগ: লন্ডনে আমিরুল মুমিনীন আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান উদযাপিত হবে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই উৎসব অনুষ্ঠান লন্ডন ইউনিটি সেন্টারের পক্ষ থেকে উক্ত সেন্টারে শনিবার তথা ২৫শে মে’তে অনুষ্ঠিত হবে।

উক্ত উৎসব অনুষ্ঠানে বক্তৃতা, কবিতা, গজল, সংক্ষিপ্ত হাস্যকর দৃশ্য, ইসলামী সঙ্গীত, এলমী প্রতিযোগিতা সহ অন্যান্য বিনোদন মূলক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য যে, এই আড়ম্বর পূর্ণ অনুষ্ঠান আহলে বায়েতের ভক্তদের উপস্থিতিতে লন্ডন ইউনিটি সেন্টারে ২৫শে মে বিকাল ৫ ঘটিকায় শুরু হবে।
1231387
captcha