IQNA

মস্কোয় চতুর্থতম আন্তর্জাতিক হালাল শিল্প প্রদর্শনী

10:25 - May 22, 2013
সংবাদ: 2537232
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ান মুফতি কাউন্সিলের পক্ষ থেকে চতুর্থতম আন্তর্জাতিক হালাল শিল্প প্রদর্শনী মস্কোয় অনুষ্ঠিত হবে।

‘islam.ru’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হালাল শিল্প প্রদর্শনী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হালাল উৎপাদনকারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

চার দিন ব্যাপী এই প্রদর্শনী, চতুর্থতম আন্তর্জাতিক সম্মেলন ‘ইসলামী অর্থনীতি ও বিনিয়োগে’র উপান্তে অনুষ্ঠিত হবে।

চতুর্থতম আন্তর্জাতিক হালাল শিল্প প্রদর্শনীর আয়োজক মণ্ডলী আশা করছে, রাশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ৩০০ অধিক কোম্পানির প্রতিনিধিবর্গ এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।

উল্লেখ্য যে, এই প্রদর্শনীতে হালাল খাদ্য দ্রব্য ছাড়াও বস্ত্র, ইসলামিক বীমা ও ব্যাংকিং সিস্টেম এবং ইসলামী পর্যটনের সুবিধার বিভিন্ন পন্থা উপস্থাপন করা হবে।
1231701

captcha