ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত আনন্দ মাহফিলে এদেশের রাজধানী হেলসিংকি’র হযরত ফাতিমা (সা. আ.) মসজিদের খতিব আয়াতুল্লাহ হাজ্জি শেখ হাসান আনসারিয়ান তার নিজের বক্তৃতায় আমিরুল মুমিনীন আলী (আ.)এর বরকতময় জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেছেন।
‘রেসালাতে আহলে বায়েত’ আঞ্জুমানের কর্মকর্তা মণ্ডলী সকল আহলে বায়েত ভক্তদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দাওয়াত করেছেন।
উল্লেখ্য যে, হযরত আলী (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে উক্ত আনন্দ মাহফিল স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় শুরু হয়েছে।
1229881