কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সংস্কৃতি মন্ত্রী স্যায়েদ মোহাম্মাদ হোসাইনী, ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার সভাপতি মোহাম্মাদ বাকের খোররামশাদ, স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা মণ্ডলী, ইমাম খোমেনী (রা.)ত্রাণ কমিটির কর্মকর্তা মহোদয় ও অন্যান্য প্রতিষ্ঠান, তেহরানে অবস্থিত আফ্রিকান এমবাসির প্রতিনিধিবর্গ, আফ্রিকা ও ইরানী বন্ধুত্ব সমিতির সদস্যবৃন্দ এবং আফ্রিকান ছাত্রবৃন্দের উপস্থিতিতে উক্ত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের শুরুতে বিশিষ্ট ক্বারি এসমাতি পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং পরবর্তীতে ইরানী জাতিয় সঙ্গীত ও আফ্রিকান ঐক্যের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
উক্ত সম্মেলনে স্যায়েদ মোহাম্মাদ হোসাইনী বলেছেন, আফ্রিকায় অনেক ইরানী বসবাস করছে এবং তারা ইরানী শিল্প সমূহ আফ্রিকার বিভিন্ন দেশে প্রসরণ ঘটাচ্ছে।
আফ্রিকা দিবস স্মৃতিচারণায় আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারীরা গ্রন্থ মেলা এবং আফ্রিকান কারুশিল্প মেলা পরিদর্শন করেন।
1233583