IQNA

মালয়েশিয়ায় ইমাম খোমেনি (রহ.)এর ওফাত বার্ষিকী উদযাপিত হবে

15:56 - June 03, 2013
সংবাদ: 2543047
সামাজিক বিভাগ: হযরত ইমাম খোমেনি (রহ.)এর ২৪তম ওফাত বার্ষিকী উপলক্ষে ৩য় জুনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পূর্ব এশিয়া মুসলিম ছাত্র ইউনিয়নের প্রতিবেদন অনুযায়ী, উক্ত স্মরণ সভা কুয়ালালামপুরে অবস্থিত ইরানী কালচার সেন্টারের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।

এই স্মরণ সভা ঈশার নামাজের পর ইরানী কালচার সেন্টারের সাংস্কৃতিক কক্ষে অনুষ্ঠিত হবে।

উক্ত স্মরণ সভায় ইসলামী বিপ্লবের মহামান্য নেতার ভক্ত ও প্রেমীদের আমন্ত্রণ করা হয়েছে।
1236733
captcha