IQNA

আফগানিস্তানের ইমাম খোমেনি (রহ.) ওফাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

22:28 - June 03, 2013
সংবাদ: 2543120
সামাজিক বিভাগ: আফগানিস্তানের বালখ শহরে ৪র্থ জুনে হযরত ইমাম খোমেনী (রহ.)এর ২৪তম ওফাত বার্ষিকী পালিত হবে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বলখের ইসলামী ভ্রাতৃত্ব কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী, এই স্মরণ সভা ইমাম খোমেনী (রহ.)এর ব্যক্তিত্ব এবং চিন্তাধারার আলোকে সুলতানিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

হযরত ইমাম খোমেনী (রহ.)এর ২৪তম ওফাত বার্ষিকী বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে।
1237936
captcha