IQNA

রাশিয়ায় ‘হালাল শিল্পের সাফল্য’ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন উদযাপন

1:12 - June 07, 2013
সংবাদ: 2543475
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক সলভেন্টের মহা সচিব ‘আব্দুল হোসেন ফাখরী'র উপস্থিতিতে হালাল শিল্প সাফল্যের আলোকে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন উদযাপিত হচ্ছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ৪র্থ জুনে রাশিয়ান হালাল সার্টিফিকেশন কেন্দ্র এবং ইন্দোনেশিয়ান হালাল সার্টিফিকেশন কেন্দ্রের পক্ষ থেকে হালাল শিল্প সাফল্যের আলোকে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন শুর হয়েছে এবং চার দিন ব্যাপী একাধারে অব্যাহত থাকবে।

উক্ত সম্মেলনের প্রধান উদ্দেশ্য হালাল পণ্য ও হালাল প্রত্যায়িত সেবার মান পর্যবেক্ষণ, হালাল শিল্প উদীয়মান বাজর সনাক্ত করণ, হালাল শিল্প বিনিয়োগ এবং হালাল বাজার গবেষণা করা।
1237870
captcha