IQNA

ইউক্রেনে ইসলামিক নির্দেশিকা ওয়েবসাইট উদ্বোধন

1:28 - June 07, 2013
সংবাদ: 2543476
সামাজিক বিভাগ: ইউক্রেনে ইসলামিক প্রতিষ্ঠানের সহযোগিতায় ‘মোসলেম’ নামক ইসলামিক নির্দেশিকা ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইউক্রেনের মুসলিম ধর্মীয় প্রশাসন অফিসের প্রতিবেদন অনুযায়ী, এই ইসলামিক নির্দেশিকা ওয়েবসাইটটি ২য় জুনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য যে, ইসলামিক নির্দেশিকা ওয়েবসাইট ‘মোসলেম’-এ (Muslim) সর্বশেষ সংবাদ ব্যক্তের সাথে সাথে মসজিদ, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান, হালাল পণ্যের দোকান এবং ইসলামিক লাইব্রেরী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।
1237849
captcha