IQNA

ঈদে মাবআস পালন করবে লন্ডনের মুসলমানেরা

0:08 - June 08, 2013
সংবাদ: 2543587
সামাজিক বিভাগ: লন্ডনে ইসলামী ছাত্র সংসদের পক্ষ থেকে ৮ম জুনে ঈদে মাবআস উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স.) এর নবুয়্যাত ঘোষণার দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান তাঁর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

এই আড়ম্বর পূর্ণ অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে শুরু হবে এবং পরবর্তীতে উপস্থিত দর্শনার্থীদের জন্য হযরত মুহাম্মাদ (সা.)এর শানে কবিতা, গজল এবং বক্তৃতা পেশ করা হবে।

উল্লেখ্য যে, উৎসব অনুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ৬ ঘটিকায় শুরু হবে এবং সকল আহলে বায়েত প্রেমীদের দাওয়াত করা হয়েছে।
1238836
captcha