IQNA

তাতারেস্তানে এতিম শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান

23:24 - June 10, 2013
সংবাদ: 2545316
সাংস্কৃতিক বিভাগ : মহানবী (স.) এর নবুয়্যত ঘোষণা দিবস উপলক্ষে তাতারেস্তানের রাজধানী কাযানে এতিম শিশুদের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তাতারেস্তানের মুসলমানদের ধর্ম বিষয়ক কার্যালয় গত শনিবার (৮ই জুন) এ কথা ঘোষণা করে জানিয়েছে, উক্ত অনুষ্ঠানে এতিম শিশুরাসহ মুসলমানদের ধর্মীয় প্রতিনিধিবৃন্দ, আলেমগণ, ধর্মীয় বিশেষজ্ঞগণ এবং কাযান শহরের বিভিন্ন মসজিদের মুতাওয়াল্লিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা সহজ ভাষায় পবিত্র কুরআনের আলোকে মহানবী (স.) এর নবুয়্যত ঘোষণার বিষয়ে শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে এতিম শিশুদেরকে বিভিন্ন উপহার প্রদান করা হয়।#1239540
captcha