বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামিক সেন্টার অব ম্যানচেষ্টার কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এ কেন্দ্রে হযরত ইমাম হুসাইন (আ.), হযরত ইমাম সাজ্জাদ (আ.) ও হযরত আবুল ফায্ল (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত হবে।
এ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৮টা হতে রাত ১০টা নাগাদ, বক্তৃতা, কাসিদা পরিবেশন, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশেষ এ আনন্দ মাহফিলে অংশগ্রহণের জন্য উক্ত কেন্দ্রের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।#1239150