IQNA

শাবান মাস উপলক্ষে আরবি ভাষীরা ব্রিটেনে উৎসব অনুষ্ঠান উদযাপিত করেছে

17:10 - June 14, 2013
সংবাদ: 2546900
আন্তর্জাতিক বিভাগ: আহলে বায়েতের তিন নক্ষত্রের পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ১৩ই জুনে ব্রিটেনে লন্ডন ইসলামিক সেন্টারে আরবি ভাষীরা বিশেষ উৎসব অনুষ্ঠান উদযাপিত করেছে।
ইংল্যান্ড ইসলামিক সেন্টারের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই উৎসব অনুষ্ঠান আহলে বায়েত প্রেমী এবং ভক্তদের উপস্থিতিতে স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় ইংল্যান্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

উৎসব অনুষ্ঠানে আহলে বায়েতের শানে মূল্যবান বক্তৃতা পেশ করেছেন মুসলিম ওলামা ‘শেখ মহদিউল কাবি’ এবং গজল ও কবিতা পেশ করেন ‘হাজ্বি মোল্লা বিসমেদারাজি’।

এছাড়াও ইংল্যান্ড ইসলামিক সেন্টারে ইমাম হোসাইন (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ১২ই জুনে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
1241806
captcha