ইংল্যান্ড ইসলামিক সেন্টারের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই উৎসব অনুষ্ঠান আহলে বায়েত প্রেমী এবং ভক্তদের উপস্থিতিতে স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় ইংল্যান্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উৎসব অনুষ্ঠানে আহলে বায়েতের শানে মূল্যবান বক্তৃতা পেশ করেছেন মুসলিম ওলামা ‘শেখ মহদিউল কাবি’ এবং গজল ও কবিতা পেশ করেন ‘হাজ্বি মোল্লা বিসমেদারাজি’।
এছাড়াও ইংল্যান্ড ইসলামিক সেন্টারে ইমাম হোসাইন (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ১২ই জুনে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
1241806