কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই অনুষ্ঠান মধ্যরাতে কালচার কাউন্সিলার রেজা দিয়ানাতে কর্তৃক দোয়া-ই-কুমাইল পাঠের মাধ্যমে শুরু হয়েছে।
অতঃপর বরকতময় রজনী পবিত্র শবেবরাতের ফজিলত এবং ইমাম মাহদী (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আব্দুল কুদ্দুস।
এছাড়াও এই অনুষ্ঠানে শাবান মাসের দোয়া, নামাজে শাব এবং মুস্তাহাব নামাজ আদায় করা হয়েছে।
উল্লেখ্য যে, বাংলাদেশে ১৫ই শাবানের পবিত্র রাজনী শবেবরাত নামে পরিচিত এবং এই দিনে সরকারী ছুটির দিন হিসেবে গণ্য করা হয়।
1248208