IQNA

সৌদি আরবে ব্রেইল বর্ণমালায় পবিত্র কোরআন মুদ্রণ

18:03 - July 05, 2013
সংবাদ: 2556502
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের কোরআন সংস্করণ প্রেসের উদ্যোগে ব্রেইল বর্ণমালায় পবিত্র কোরআন প্রিন্ট করা হয়েছে।

আররিয়াদ সংবাদ পত্রের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কোরআন সংস্করণ প্রেসের অবজার্ভার ‘নাসের বিন আলী আল মুসি’ ব্রেইল বর্ণমালায় প্রকাশিত পবিত্র কোরআন সম্পর্কে বলেন, এই প্রেস ছয় খণ্ড বিশিষ্ট পবিত্র কোরআন ‘হাফস আন অসেমে’র আখ্যানে ব্রেইল বর্ণমালায় প্রিন্ট করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, ব্রেইল বর্ণমালায় প্রিন্ট কৃত পবিত্র কোরআন শরীফ গুলো দেশের ভিতরে এবং বাহিরে (বিদেশে) দৃষ্টি শক্তিহীনদের জন্য বিভিন্ন লাইব্রেরী, ইসলামিক প্রতিষ্ঠান এবং সে সকল প্রতিষ্ঠান গুলো দৃষ্টি শক্তিহীনদের সেবাই নিয়োজিত রয়েছে তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করবে।

তিনি দৃষ্টি প্রতিবন্ধীদের দিকে আকৃষ্ট হয়ে জানান, বিশ্বে লক্ষাধিক দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে যারা ব্রেইল বর্ণমালায় প্রিন্ট কৃত এই পবিত্র কোরআন পড়ার জন্য অপেক্ষা করছে। তাদের কথা চিন্তা করেই ব্রেইল বর্ণমালায় কোরআন প্রিন্ট অব্যাহত থাকবে।
1252221

captcha