IQNA

ফিলিপাইনে দোয়ায়ে কুমাইলের অনুষ্ঠান অনুষ্ঠিত

21:34 - July 07, 2013
সংবাদ: 2557802
সাংস্কৃতিক বিভাগ : ফিলিপাইনে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে দোয়ায়ে কুমাইল পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ দোয়ার অনুষ্ঠান ইরানি সাংস্কৃতিক কেন্দ্রে ফিলিপাইনে বসবাসরত ইরানি ছাত্র ও স্থানীয় সাধারণ মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে আল-মুস্তাফা (স.) বিশ্ববিদ্যালয়ের ফিলিপাইনের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুসাভি পবিত্র রমজান মাসের ফজিলত ও আমল সম্পর্কে বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে তাঘালোঘ, সিবুআনু, মারানাও ও তাসুগ ভাষায় অনূদিত দোয়ায়ে কুমাইল উপস্থিতদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়া গত শুক্রবার হুজ্জাতুল ইসলাম মুসাভি’র ইমামতিতে জুমআর নামায অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, বর্তমানে ফিলিপাইনের ৩৫ হাজারেরও অধিক মুসলমান দোয়ায়ে কুমাইলের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।#1253026
captcha