IQNA

পবিত্র রমজান মাসে উপলক্ষে হ্যামবুর্গ ইসলামি কেন্দ্রের বিভিন্ন কর্মসূচী

22:07 - July 09, 2013
সংবাদ: 2559128
সাংস্কৃতিক বিভাগ : হ্যামবুর্গ ইসলামি কেন্দ্র আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিভিন্ন ধর্মীয় ও কুরআনি কর্মসূচী হাতে নিয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এক বিজ্ঞপ্তিতে হ্যামবুর্গ ইসলামি কেন্দ্রের পক্ষ হতে পবিত্র রমজান মাসের বিভিন্ন কর্মসূচীর ঘোষণা করা হয়েছে।
দুপুরের কর্মসূচীর মধ্যে রয়েছে জামাতের সাথে জোহর ও আসরের নামায আদায়, পবিত্র রমজান মাস উপলক্ষে ১৫ মিনিট বক্তব্য, এক পারা কুরআন তেলাওয়াত ইত্যাদি।
দোয়ায়ে ইফতিতাহ পাঠ, বক্তৃতা, মাগরিব ও এশার নামায, ইফতারসহ অন্যান্য কর্মসূচী পবিত্র এ মাসকে সামনে রেখে হাতে নেয়া হয়েছে।
এছাড়া প্রতি বৃহস্পতিবার রাতে দোয়ায়ে কুমাইল পাঠ, পবিত্র কুরআন শিক্ষার বিশেষ ক্লাস ইত্যাদি কর্মসূচীও পবিত্র এ মাস উপলক্ষে গ্রহণ করা হয়েছে।#1253817
captcha