IQNA

পবিত্র রমজান মাস উপলক্ষে ক্যালিফোর্নিয়ার কোরআন প্রতিযোগিতা

20:39 - July 11, 2013
সংবাদ: 2559973
আন্তর্জাতিক বিভাগ: ক্যালিফোর্নিয়া প্রদেশের রোল্যান্ড হাইটাস শহরে সদ্য প্রতিষ্ঠিত ‘ক্বাবা’ মসজিদে পবিত্র রমজান মাস উপলক্ষে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘ICSGV’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই কোরআন প্রতিযোগিতা সাতটি বিভাগে বিভক্ত করা হয়েছে। ১৭ বছর যুবকদের জন্য ইয়াসিন অথবা আস-সাফফত সূরা হেফজ, ১৩ বছর নব যুবকদের জন্য আল-আহকাফ অথবা মুহাম্মাদ সূরা হেফজ, ৬ থেকে ৮ বছরের শিশুদের জন্য আন-নাবা অথবা আন-নাযিয়াত সুরা হেফজ, ৫ বছরের শিশুদের জন্য আল-আলা অথবা আল-লাইল সূরা হেফজ, নতুন মুসলমানদের জন্য আল-হাক্কাহ অথবা আল-কিয়ামাহ সূরা হেফজ এবং সকল বয়সীদের জন্য সম্পূর্ণ কোরআন হেফজের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, রোল্যান্ড হাইটাস শহরের মুসলমানদের ৬ বছর প্রচেষ্টায় সেন গ্যাবরিল ভ্যালি নামক ইসলামী সেন্টার এবং ক্বাবা মসজিদটি চলতি বছর ২২শে জুলাই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
1254737

captcha