IQNA

শেখ নিমরকে হত্যার প্রতিবাদে ইরানী প্রেসিডেন্ট;
9:39 - January 04, 2016
সংবাদ: 2600040
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সৌদি সরকারের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বলেছেন, সৌদি সরকার তাদের সাম্প্রদায়িক নীতির আলোকে দেশটির প্রখ্যাত আলেম শেইখ নিমর বাকির আন-নিমরকে হত্যা করেছে।

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসবাদ ও চরমপন্থা ছড়িয়ে দিতেই সৌদি আরবের প্রখ্যাত আলেম শেইখ নিমর বাকির আন-নিমরকে হত্যা করেছে বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ড. রুহানি আরও বলেছেন- এতে কোন সন্দেহে নেই যে, সৌদি সরকার এ ধরনের ইসলাম ও মানবতা বিরোধী পদক্ষেপের মাধ্যমে বিশ্বে বিশেষকরে মুসলিম দেশগুলোতে নিজেদের ভাবমর্যাদা নষ্ট করেছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ ও চরমপন্থা ছড়িয়ে দেয়ার নীতি সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে দিয়েছে এবং যুদ্ধ ও সংঘাতের জন্ম দিয়েছে।

সৌদি আরব গতকাল (শনিবার) দেশটির শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ নিমর বাকির আন-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ঘোষণা করেছে। সৌদি আরবের এ পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ হচ্ছে।

3464155

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: