IQNA

সেনেগালে ‘আহলে বাইতের (আ.) দৃষ্টিতে তাওহীদ’ কোর্স শুরু + ছবি

15:14 - January 11, 2016
সংবাদ: 2600080
আন্তর্জাতিক ডেস্ক: সেনেগালে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলারের পক্ষ থেকে ‘আহলে বাইতের (আ.) দৃষ্টিতে তাওহীদ’ কোর্স শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সেনেগালে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলারের পক্ষ থেকে সেদেশের কুরআনের স্কুলের প্রধান শিক্ষক, জুমআর খতিব এবং মসজিদের ইমামদের জন্য আহলে বাইতের (আ.) দৃষ্টিতে তাওহীদকোর্স শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ইরানী কাউন্সিলার সাইয়্যেদ হাসান এসমাতি এবং জামিয়াতুল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সেনেগাল শাখার প্রধান আব্বাস মুয়তাকাদ্দী উপস্থিত ছিলেন।

আহলে বাইতের (আ.) দৃষ্টিতে তাওহীদশিরোনামে উক্ত প্রশিক্ষণ কোর্স সেদেশের ‘NDEF LENG FM’ রেডিও এবং আহলে বাইত (আ.) সুরাইয়া কেন্দের সহযোগিতায় রেডিও মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। আগামী এক সপ্তাহ যাবত প্রশিক্ষণ কোর্স অব্যাহত থাকবে।

উক্ত প্রশিক্ষণ কোর্স কুরআন প্রশিক্ষণের পদ্ধতি, ফেকহ, তাবলিদের দর্শন এবং কম্পিউটার বিজ্ঞানের আলোকে অনুষ্ঠিত হচ্ছে।

http://www.iqna.ir/fa/news/3466123

সেনেগালে ‘আহলে বাইতের (আ.) দৃষ্টিতে তাওহীদ’ কোর্স শুরু + ছবি

সেনেগালে ‘আহলে বাইতের (আ.) দৃষ্টিতে তাওহীদ’ কোর্স শুরু + ছবি

captcha