বার্তা সংস্থা ইকনা:
উক্ত সেমিনার ইরানী কালচারাল সেন্টারের পরিবার বিভাগের পক্ষ থেকে মালয়েশিয়ায় বসবাসকৃত
ইরানী অধিবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ধর্ম ও ইসলাম, পরিপূর্ণ ধর্ম, দর্শনের সাথে পরিচিতি
এবং আহকামের রহস্য সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়াও এ বৈঠকে ইসলামি আহকাম এবং এর বৈজ্ঞানিক উৎস, মানব শরীর ও ওযুর পানির প্রভাবের সম্পর্ক, নারীদের হিজাবের পরিমাণ, জনস্বাস্থ্য এবং পরিবেশ সম্পর্কের আলোচনা করা হয়।
শীর্ষক সেমিনারের একপ্রান্তে উপস্থিত শ্রোতাগণ ধর্মীয় ও বিজ্ঞানের আলোকে লিখিত বিভিন্ন গ্রন্থের সাথে পরিচিত হয়েছেন।