কোয়েটার হোসাইনি সাইয়্যেদ আবাদ, ইমাম রেজা ও ফাতিমা নামক হোসইনিয়া ও খাতেমুল আম্বিয়া মসজিদ এবং আলামদার নামক সাংস্কৃতিক একাডেমীতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
এ সকল ধর্মীয় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত এবং ইমাম হাসান আসকারী (আ.) ও আহলে বাইয়েতের (আ.) শানে বক্তৃতা ও গজল পরিবেশন করা হবে।