বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের কোয়েটা শহরের ‘বেলায়েতে আয়েম্মা মাসুমিন’ কমিটি ঘোষণা করেছে, ইমাম হাসান আসকারী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে
আগামীকাল (৩০শে জানুয়ারি) থেকে কোয়েটার বিভিন্ন মসজিদ ও হুসাইনিয়াতে বিশেষ উৎসব অনুষ্ঠান
অনুষ্ঠিত হবে।
কোয়েটার হোসাইনি সাইয়্যেদ আবাদ, ইমাম রেজা ও ফাতিমা নামক হোসইনিয়া ও খাতেমুল আম্বিয়া মসজিদ এবং আলামদার নামক সাংস্কৃতিক একাডেমীতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
এ সকল ধর্মীয় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত এবং ইমাম হাসান আসকারী (আ.) ও আহলে বাইয়েতের (আ.) শানে বক্তৃতা ও গজল পরিবেশন করা হবে।