IQNA

লাখ লাখ ক্ষুধার্ত শিশুর খাবার মক্কায় অপচয় হয়/ এ সম্পর্কে পবিত্র কুরআন কি বলে?

9:24 - January 25, 2016
সংবাদ: 2600164
আন্তর্জাতিক ডেস্ক: অপচয় হচ্ছে কবিরা গুনাহ ও সমাজের জন্য আযাব। যা বিভিন্ন ভাবে সমাজের বিরুদ্ধে প্রতিফলিত হয়। বর্তমানে এই হারাম কর্ম মক্কার বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে সংগঠিত হচ্ছে।
লাখ লাখ ক্ষুধার্ত শিশুর খাবার মক্কায় অপচয় হয়/ এ সম্পর্কে পবিত্র কুরআন কি বলে?
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের মক্কায় ব্যাপক পরিমাণে খাবার নষ্ট করা হচ্ছে। সেখানে যে পরিমাণ খাবার নষ্ট হচ্ছে, তা দিয়ে ১৮টি উন্নয়নশীল দেশের ১৭ শতাংশ ক্ষুধার্ত শিশু ক্ষুধা মেটানো সম্ভব।

মক্কায় খাদ্য সাহায্যের প্রকল্পের মহাপরিচালক এ ব্যাপারে বলেছেন: মক্কায় যে পরিমাণ খাদ্য অপচয় হয় তা দিয়ে আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার অনেক ক্ষুধার্ত শিক্ষার্থীর ক্ষুধা মেটানো সম্ভব।

খাদ্য সাহায্যের প্রকল্পের মহাপরিচালক আহমেদ আল মাতরাফি বলন: এ শহরে একটি সাধারণ বিয়ের অনুষ্ঠানে, যে পরিমাণের খাদ্য নষ্ট হয় তা দিয়ে ২৫০ জন ক্ষুধার্ত ব্যক্তি পেট ভরে খেতে পারবে।

তিনি বলেন: ছুটির দিনগুলোতে বিয়েসহ অন্যান্য ভোজন অনুষ্ঠানে অবশিষ্ট খাবার দিয়ে ২৪ হাজার মানুষের ক্ষুধা মেটানো হয়েছে। এ খাদ্য শুধুমাত্র মক্কার হোটেল ও মিলনায়তন থেকে সংগ্রহ করা হয়েছে। এছাড়াও অনেক খাদ্য অপচয় হয়, যার খবর আমাদের নিকট নেই।

অথচ পবিত্র কুরআন ও ইসলামিক গ্রন্থে অপচয়ের ত্যাগের ব্যাপারে ও দরিদ্রদের সাহায্য ও খাদ্য দেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে সুরা তাহার ১২৭ নম্বর আয়াত:

وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِن بِآيَاتِ رَبِّهِ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى

- এবং যে সীমালঙ্ঘন (অপচয়) করে এবং নিজ প্রতিপালকের নিদর্শনাবলিতে বিশ্বাস স্থাপন করে না, আমরা তাকে এমনই প্রতিদান দেই। আর পরকালের শাস্তি তো অবশ্যই অতি কঠোর ও চিরস্থায়ী হবে।

এবং সুরা আরাফের ৩১ নম্বর আয়াত:

يَابَنىِ ءَادَمَ خُذُواْ زِينَتَكمُ‏ْ عِندَ كلُ‏ِّ مَسْجِدٍ وَ كُلُواْ وَ اشرَْبُواْ وَ لَا تُسرِْفُواْ إِنَّهُ لَا يحُِبُّ الْمُسرِْفِين

- হে আদম সন্তানরা! তোমরা প্রত্যেক নামাযের সময় তোমাদের সৌন্দর্য গ্রহণ কর এবং খাও ও পান কর। (কিন্তু) অপচয় কর না; কেননা, তিনি অপচয়কারীদের ভালবাসেন না।

সূরা গাফেরের ২৮ নম্বর আয়াত:

اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ:

অপব্যয়ী ও অতি মিথ্যাবাদীকে মহান আল্লাহ হেদায়েত করবেন না।

iqna




captcha