এছাড়াও এ ভিডিওতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আক্রমণ করা হবে বলে ঘোষণা করেছে।
বলা হয়েছে, ২০১৫ সালে দায়েশের স্বঘোষিত খলিফা আবু বকর বাগদাদীর এটাই প্রথম ভিডিও। ককেশাসের দায়েশের নেতা আবু ইয়াসির সেদেশের মুসলমানদের নিকট এ দলে যোগদানের জন্য আহ্বান জানিয়েছে। এছাড়াও রাশিয়ার মুসলমানদের হুমকি দিয়ে বলেছে, যদি তার সাথে যোগদান না করা হয় তাহলে তারা মুরতাদ হয়ে যাবে।
দায়েশের প্রকাশিত ফিল্মের শেষে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দায়েশ দাবি করেছে ঐ ব্যক্তিটি রাশিয়ার গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ছিল এবং তাদের সহযোগিতা না করার জন্য তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।