আন্তর্জাতি ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ইসলামের শত্রুরা রাজনৈতিক উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ ছড়িয়ে দিয়েছে। আজ (বৃহস্পতিবার) ইরানের বিশেষজ্ঞ পরিষদের সভাপতি ও সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা আরও বলেছেন,
আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল মুসলমানদের
মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র
অব্যাহত রেখেছে। এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হতে
পারে এমন বিষয় এড়িয়ে চলারও আহ্বান জানান তিনি।
আয়াতুল্লাহিল
উজমা খামেনেয়ি আরও বলেন, ইসলামের শত্রুরা
মাজহাবগত পার্থক্যকে ধর্মীয় বিরোধে রূপ দেয়ার
চেষ্টা করছে যাতে সহজেই দ্বন্দ্ব-বিদ্বেষের অবসান না ঘটে। শত্রুদের অসৎ ও ভয়ানক উদ্দেশ্য যাতে
কোনোভাবেই সফল না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় তিনি সাম্প্রতিক
সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনে ইরানি জনগণের ব্যাপক উপস্থিতির প্রশংসা করেন। তিনি বলেন, নির্বাচনে ব্যাপক সংখ্যায় অংশ নিয়ে ইরানিরা ইসলামি শাসন ব্যবস্থার প্রতি
পুনরায় সমর্থন ঘোষণা করেছেন। সূত্র:
আইআরআইবি#
iqna