IQNA

মুসলিম নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করল ফরাসি মন্ত্রী

22:43 - March 31, 2016
সংবাদ: 2600533
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের নারী অধিকার মন্ত্রী ’লরেন্স রোজীনোল’ হিজাব ও মুসলিম নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য ব্যক্ত করেছে।


বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সের নারী অধিকার মন্ত্রী লরেন্স রোজীনোলমুসলিম নারীদেরকে কৃষ্ণাঙ্গ এবং আমেরিকার দাসী বলে অবিহিত করেছে।

লরেন্স রোজীনোল আরও বলেছে: যে সকল নারী মাথায় স্কার্ফ ব্যবহার করে, তারা কৃষ্ণাঙ্গ এবং আমেরিকায় আসার পর দাসীতে পরিণত হয়েছে। ইসলাম বিদ্বেষী এই নারী কৃষ্ণাঙ্গদেরও অপমান করেছে।

রোজীনোল বলেছে, যেসকল মুসলিম নারী মাথায় স্কার্ফ ব্যবহার করে, প্রকৃতপক্ষে তার নিগ্রো অর্থাৎ যারা দাসীতে পরিণত হয়েছে তাদের সমতুল্য।

ইসলাম বিদ্বেষী লরেন্সের এই অবমাননাকর বক্তব্য দেওয়া এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং তাকে অপসারণের জন্য ১০ হাজারেরও অধিক প্রতিবাদী স্বাক্ষর দেয়।

iqna


captcha