বার্তা সংস্থা ইকনা: মস্কোর জামে মসজিদের পেশ ইমাম ও মুফতি ‘আল-দার হযরত আলাউদ্দিনওফ বলেছেন: এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে, মস্কোর জনগণদের ইসলাম ধর্ম ও মুসলমানদের সাথে পরিচয় করানোর উদ্দেশ্যে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত প্রদর্শনী অনুষ্ঠান ২৭শে মার্চ স্থানী সময় ১০টা থেকে ১৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। কুরআন প্রদর্শন ছাড়াও ৩ হাজার বর্গ মিটারের ওপরে ইসলামী শিল্পের বিভিন্ন বোর্ড, বিভিন্ন মসজিদ ও মুসলমানদের ছবি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য প্রদর্শিত হয়েছে।
এছাড়াও উপস্থিত ব্যক্তিদের অনুপ্রেরণা যোগানোর জন্য এক ঘণ্টা ব্যাপী যুবকদের জন্য কুরআন হেফজ ও তিলাওয়াত প্রতিযোগিতা ও নামাজ শিক্ষা কোর্স অনুষ্ঠিত হয়েছে।
মস্কোর মুফতি কমিটির আহ্বানে সেদেশে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে ক্যালিগ্রাফি বোর্ড, টাইলস, পশম এবং আল্লাহ পবিত্র নামসমূহ ও কোরানের আয়াত লেখা গালিচা দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।
আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক স্টাডিজ ফাউন্ডেশনের সহযোগিতায় মস্কোয় দর্শনার্থীদের প্রদর্শনের জন্য বিভিন্ন ভাষায় অনুদিত কুরআন প্রদর্শন করা হয়েছে এবং উক্ত প্রদর্শনে পবিত্র কুরআনের ক্ষুদ্রতম পাণ্ডুলিপি উপস্থাপন করা হয়েছ।