IQNA

পশ্চিমা শক্তিগুলো স্বাধীন ইরানকে সইতে পারছে না: কাজেম সিদ্দিকি

17:04 - April 01, 2016
সংবাদ: 2600539
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, তার দেশ ইহুদিবাদী ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গেই সুসম্পর্ক চায়।

বার্তা সংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইরান ইসলামী বিপ্লবের পর থেকেই ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গেই গঠনমূলক সম্পর্ক রাখতে চেয়েছে এবং সম্পর্ক জোরদার করতে চেয়েছে। কিন্তু মার্কিন সরকার ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে সব সময়ই এই ইসলামী রাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে যাচ্ছে।

তিনি আরও বলেছেন, পরাশক্তিগুলো, বিশেষ করে পশ্চিমা সরকারগুলো ইরানের স্বাধীনচেতা তৎপরতাকে সহ্য করতে পারছে না, তাই তারা গুরুত্বপূর্ণ নানা ক্ষেত্রে ইরানের অগ্রগতিকে সীমিত করার চেষ্টা চালাচ্ছে; তারা উন্নতি ও অগ্রগতিকে কেবল নিজেদের জন্যই বৈধ মনে করে।

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টির জন্য নানা পন্থা ব্যবহার করছে শত্রুরা, অর্থনৈতিক অবরোধ এর অন্যতম। তাই ইরানকে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন বিপ্লব করতে হবে।

তিনি ইরানের প্রতিরোধ ক্ষমতা জোরদারের ওপরও গুরুত্ব আরোপ করেছেন।

হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি পয়লা এপ্রিল তথা ইরানের ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বলেছেন, ১৯৭৯ এই দিনের গণভোটে জনগণের অংশগ্রহণ ছিল নজিরবিহীন এবং শতকরা ৯৮ ভাগেরও বেশি ভোটার ইসলামী প্রজাতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ভোট দেয়ায় তা ইরানের রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হয়। সূত্র: রেডিও তেহরান

iqna


captcha