
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি কর্মকর্তা সেদেশের পূর্বাঞ্চলীয় আল-আহসা প্রদেশের আল-হুফুফ শহরের শিয়া মসজিদসমূহে আযান প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ৩০শে মার্চে এই জারি বাস্তবায়ন করেছে।
এছাড়াও সৌদি কর্মকর্তাগণ আল-হুফুফ শহরের শিয়া মসজিদসমূহে জুমার খুতবা সংক্ষিপ্ত করার এবং ১২:৩০ পরে মসজিদের দরজা বন্ধ করার নির্দেশ দিয়েছে।
সৌদি কর্তৃপক্ষ এর পূর্বেও শিয়াদের ওপর জরুরি অবস্থা অব্যাহত রেখে অলে সৌদি শাসকের সমালোচনা করার অভিযোগে আল-আহসা প্রদেশের জুমার খতিব আয়াতুল্লাহ হুসাইন আর-রাজিকে গ্রেফতার করেছিল।
মধ্যপ্রাচ্যে আরবি দেশ সমূহ ও উত্তর আফ্রিকায় ২০১১ সালে ইসলামী জাগরণের শুরুতেই আরব অঞ্চলের অনেক দেশ বিশেষ করে সৌদি আরবের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।
এই প্রতিবাদ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত এলাকায় অধিকতর হয়েছে। আর এর জন্য সৌদি শাসক সৌদি আরবের পূর্বাঞ্চলে শিয়াদের চাপের মুখে রেখেছে এবং শতাধিক ব্যক্তিকে নিহত করেছে এবং অনেককেই গ্রেফতার করেছে।
iqna