IQNA

হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে নাজাফে কুরআন মাহফিল

23:55 - April 01, 2016
সংবাদ: 2600542
আন্তর্জাতিক ডেস্ক: হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ইরাকের পবিত্র নগরী নাজাফে আশরাফে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে কুরআন মাহফিল শুরু হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: নবী-নন্দিনী খাতুনে জান্নাত এবং আহলে বাইত (আ.) এর মধ্যমণি হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী বার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে তিন দিন ব্যাপী কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের কুরআন মাহফিলের আয়োজক কমিটির কর্মকর্তা ‘আব্দুল হাদী হাসান হিন্দুল এ ব্যাপারে বলেছেন: আহলে বাইত (আ.) এর মধ্যমণি হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী বার্ষিকী উপলক্ষে আহলে বায়েত (আ.)এর ভক্ত এবং ক্বারিদের উপস্থিতিতে উক্ত কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন: কুরআন মাহফিলের শুরুতেই নাযাফে আশরাফের বিখ্যাত ক্বারি ‘আব্দুল মুনয়াম আল সিলাভি’ কুরআন তিলাওয়াত করেন। অতঃপর ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের দারুল কুরআনের পরিচালক ‘শেখ সায়িদ আবু আল-তাবুক’ বক্তৃতা পেশ করেন।
iqna



captcha