IQNA

মুসলিম নারীদের নিকট ক্ষমা চাইলো ফরাসি মন্ত্রী

23:55 - April 02, 2016
সংবাদ: 2600547
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের নারী অধিকার মন্ত্রী হিজাব ও মুসলিম নারীদের নিয়ে অবমাননাকর উক্তি ব্যক্ত করার এক দিন পর ব্যাপক বিক্ষোভের চাপের মুখে মুসলিম নারীদের নিকট ক্ষমা চেয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সের নারী অধিকার মন্ত্রী লরেন্স রোজীনোলমুসলিম নারীদেরকে দাসী বলে অভিহিত করেছে। এ ধরণের অবমাননাকর মন্তব্য ব্যক্তি করার পরপরই মুসলমানেরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ করে। প্রতিবাদের কারণে লরেন্স রোজীনোল মুসলিম নারীদের নিকট ক্ষমা চেয়েছে।

ফ্রান্সের নারী অধিকার মন্ত্রী লরেন্স রোজীনোলদাবী করেছিল, মুসলিম নারীরা কয়েক দশক পূর্বে আমেরিকা ও আফ্রিকান দাসী ছিল।

ফ্রান্সের এই মন্ত্রী গত বুধবার (৩০ মার্চ) ইসলাম ও হিজাব বিরোধী বক্তব্য প্রদান করে। হিজাব ব্যবহারের কারণে মুসলিম নারীদের দাসী বলে অবিহিত করে।

কিছু নারী স্ব-ইচ্ছায় এধরণের পোশাক নির্বাচন করেনশিরোনামে অনুষ্ঠিত মন্টে কার্লো রেডিওর এক অনুষ্ঠানে ফ্রান্সের নারী অধিকার মন্ত্রী বলে: হ্যাঁ! কিছু নারী রয়েছে যে, তারা সেগুলোকে নির্বাচন করে। পূর্বেও আফ্রিকা ও আমেরিকার কিছু নারী দাসত্বের পথ বেছে নিয়েছিলো।

ইসলাম বিদ্বেষী লরেন্সের এই অবমাননাকর বক্তব্য দেওয়া এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং তাকে অপসারণের জন্য ১০ হাজারেরও অধিক প্রতিবাদী স্বাক্ষর দেয়।

প্রতিবাদের চাপের মুখে পরে ফ্রান্সের মন্ত্রী বৃহস্পতিবার ফ্রান্স-৫চ্যানেলে মুসলিম নারীদের নিকট ক্ষমা চেয়েছেন।

iqna


captcha