মুহা্ম্মাদ বাকির আল মানসুরী আরও বলেন: এপর্যন্ত উক্ত প্রশিক্ষণ সেন্টার থেকে পবিত্র কুরআনের ১৫০ জন (নারী ও পুরুষ) শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ইরাকী এই অধ্যাপক আরও বলেন: উক্ত প্রশিক্ষণ কোর্সে শুদ্ধ ভাবে কুরআন তিলাওয়াতের নিয়ম, ৩০ পারা হেফজ এবং কুরআন হেফজের পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে কুরআনী ও ধর্মীয় তাওয়াসী’ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন: কুরআন শিক্ষকদের সপ্তমতম প্রশিক্ষণ কোর্স ২০ জন শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। যাদের মধ্যে অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী।