IQNA

ইন্দোনেশিয়ায় কুরআন শিক্ষকদের প্রশিক্ষণ কোর্স শুরু

23:56 - April 03, 2016
সংবাদ: 2600553
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত দারুল কুরআনের পক্ষ থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় কুরআন শিক্ষকদের সপ্তমতম প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত দারুল কুরআনের শিক্ষক হাফেজ মুহাম্মাদ বাকির আল মানসুরী এক সংবাদ সম্মেলনে বলেছেন: ইন্দোনেশিয়ায় ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত দারুল কুরআনের শাখার পক্ষ থেকে কুরআনের শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে। ইন্দোনেশিয়ার বিভিন্ন শহর থেকে আগত কুরআনের শিক্ষকদের উপস্থিতিতে উক্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে।

মুহা্ম্মাদ বাকির আল মানসুরী আরও বলেন: এপর্যন্ত উক্ত প্রশিক্ষণ সেন্টার থেকে পবিত্র কুরআনের ১৫০ জন (নারী ও পুরুষ) শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ইরাকী এই অধ্যাপক আরও বলেন: উক্ত প্রশিক্ষণ কোর্সে শুদ্ধ ভাবে কুরআন তিলাওয়াতের নিয়ম, ৩০ পারা হেফজ এবং কুরআন হেফজের পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে কুরআনী ও ধর্মীয় তাওয়াসীও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন: কুরআন শিক্ষকদের সপ্তমতম প্রশিক্ষণ কোর্স ২০ জন শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। যাদের মধ্যে অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী।

iqna


captcha