IQNA

মুসলিম শিক্ষার্থীকে অবমাননা করল শিক্ষক

18:02 - April 04, 2016
সংবাদ: 2600555
আন্তর্জাতিক ডেস্ক: টেক্সাসের একটি স্কুলে একজন শিক্ষক এক মুসলিম শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করে এই মুসলিম শিক্ষার্থীকে অপমান করেছে!
মুসলিম শিক্ষার্থীকে অবমাননা করল শিক্ষক

বার্তা সংস্থা ইকনা: ১২ বছরের এই মুসলিম শিক্ষার্থী নিজের স্কুল শিক্ষকের নিকট এভাবে লাঞ্ছিত হওয়ার পর স্কুল কর্তৃপক্ষের নিকট ঐ শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

স্কুল শিক্ষক ১২ বছরের এই মুসলিম শিক্ষার্থীকে সন্ত্রাসী বলে অভিহিত করার পর তার সকল সহপাঠী এ বিষয়টি নিয়ে উপহাস করেছে।

এ ঘটনার পর স্কুল শিক্ষককে ক্লাস রুম থেকে বহিষ্কার করা হয়। তবে লাঞ্ছিতর শিকার স্কুল শিক্ষার্থীর পরিবার ঐ শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে।

এই মুসলিম শিক্ষার্থীর পিতা বলেছেন: আমরা মুসলমান এবং সন্ত্রাসী নয়। আমার ছেলে আমেরিকায় জন্মগ্রহণ করেছে এবং আমেরিকার অন্যান্য নাগরিকের মত সেও একজন আমেরিকান নাগরিক।

এমতাবস্থায়, এ ঘটনার সূত্র ধরে স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতি প্রকাশের মাধ্যমে জানিয়েছে, আমরা এধরণের কাজের পক্ষপাতিত্ব নয় এবং ঐ শিক্ষকের কাজকে আমরা স্বীকৃতি দেয় না।

iqna


captcha