IQNA

ওয়াহাবী আলেমদের নিয়ে কেউ সমালোচনা করতে পারবে না : সৌদির শেখ

23:44 - April 05, 2016
1
সংবাদ: 2600564
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের এক ওয়াহাবী মুবাল্লিগ বলেছে: যে সকল যুবক সৌদি আরবের ওয়াহাবী আলেমদের ভুল ধরছে এবং তাদের কর্মকাণ্ডকে বিদআত বলেছে, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।


বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের ওয়াহাবী মুবাল্লিগ আব্দুল্লাহ আল মুতলাক্বেরউদ্ধৃতি দিয়ে রাশিয়া আল ইয়াউম ওয়েবসাইট এক প্রতিবেদনে প্রকাশ করেছে: যে সকল যুবক সৌদি আরবের ওয়াহাবী আলেমদের ভুল ধরছে এবং তাদের কর্মকাণ্ডকে বিদয়াত বলেছে, তারা সমাজে উত্তেজনা সৃষ্টিকারী এবং নৈরাজ্যবাদী।

সৌদি বাদশাহর সদর দপ্তরের পরামর্শদাতা এবং ওয়াহাবী মুবাল্লিগ আল মুতলাক্বে সেদেশের টেলিভিশনের এক অনুষ্ঠানে বলেছে: কিছু যুবক রয়েছে যারা নিজেদের শত্রুদের মোকাবিলা না করে, নিজেদের ভাইয়ের ভুল খুঁজে বেড়ায় এবং এধরণের কাজের মাধ্যমে নিজেদের মধ্যে পার্থক্য ও বিভেদের সৃষ্টি করে।

সৌদির এই ওয়াহাবী মুবাল্লিগ বআরও বলেছে: যে সকল ব্যক্তি এধরণের কাজ করে তারা ঠিক সেই ইঁদুরের মতো, যে সকল ইঁদুর নিজেদের মালিকের খাবার খাই এবং নষ্ট করে। তাদের জানা নেই যে, এধরণের কাজের মাধ্যমে আমাদের দেশে সৌদি আরবের কতটা ক্ষতি হচ্ছে।

আল মুতলাক্বে সৌদি আরবের ওয়াহাবী মুবাল্লিগ মুহাম্মাদ আল আরিফী, আয়েজুল ক্বারনী এবং সাদ আল বারিকের নাম উল্লেখ করে বলে: "আমি এই তিন জনের নিকট হতে আল্লাহ ও পয়গাম্বরের (সা.) প্রতি ভালোবাসা, দেশপ্রেম এবং বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় জ্ঞান প্রশিক্ষণ ছাড়ার আর কিছুই দেখিনি এবং ধর্মীয় বিশ্বাস রক্ষার জন্য এই তিন জনের মধ্যে একজনকে শত্রুরা হত্যা চেষ্টা করেছিল।

আয়েজুল ক্বারনী ২০১৬ সালের ১ম মার্চে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে জ়মবআংগা সিটির ইউনিভার্সিটি থেকে বের হওয়ার সময় শত্রুরা তাকে হত্যার চেষ্টা করেছিল। তবে ঘাতককে গুলি করে হত্যা করা হয়।

অথচ, সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীর অনেকেই ওয়াহাবী মুবাল্লিগ আব্দুল্লাহ আল মুতলাক্বিকে দায়েশ বলে অভিহিত করেছে এবং নিজেদের ব্যক্তিগত পৃষ্ঠায় লিখেছে, ওয়াহাবী এই শেখ বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং সন্ত্রাসীদের সমর্থন করছে।

iqna



প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Marilu
0
0
Hamyo: Io non voglio imporre niente a ne82pno&#ss30;.uer contro voglio che nessuno imponga qualche cosa a me…..per correttezza di termini la mia visione di società non è radicale, non è nazista non è nichilista ….la mia visione è UNA SOCIETA’ SOCIALISTA E LIBERTARIA (tendente il più possibile alla perfezione anarchica)
captcha