IQNA

মশহদে ইমাম রেজা (আ.)-এর রওজায় মুতাকিফদের ইতেকাফ অনুষ্ঠিত

6:03 - January 08, 2026
সংবাদ: 3478755
ইকনা- ইরানের মশহদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র রওজায় মুতাকিফদের ইতেকাফ অনুষ্ঠান শনিবার ভোর থেকে শুরু হয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত চলেছে।

ইকনা জানায়, শনিবার ১৩ জানুয়ারি (১৩ দি) ভোর থেকে শুরু হওয়া এই ইতেকাফ কর্মসূচি সোমবার ১৫ জানুয়ারি (১৫ দি) সন্ধ্যায় সমাপ্ত হয়। এ সময় মুতাকিফরা রওজার পবিত্র স্থানে অবস্থান করে ইবাদত-বন্দেগি, কুরআন তিলাওয়াত, দোয়া ও মুনাজাতে মশগুল ছিলেন।

ইমাম রেজা (আ.)-এর রওজায় ইতেকাফের এই অনুষ্ঠান প্রতি বছরই হাজার হাজার মুতাকিফের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। এবারও ইমাম রেয়ুফের বারকাতে অংশগ্রহণকারীরা আধ্যাত্মিক পরিবেশে নামাজ, কুরআন তিলাওয়াত ও দোয়া-ইস্তেগফারে সময় অতিবাহিত করেছেন।

 

captcha