IQNA

মালয়েশিয়ায় বিগত ১৪ই মাসে সহস্রাধিক কুরআন জব্দ

18:01 - April 06, 2016
সংবাদ: 2600568
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিগত ১৪ মাসে বিনা অনুমতিতে মুদ্রণ, অবৈধ ভাবে আমদানি এবং ভুল প্রিন্টকৃত 135970 খণ্ড কুরআন শরিফ এবং পবিত্র কুরআনের 5299টি টেক্সট জব্দ করেছে।

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব আলাভী ইব্রাহিম ঘোষণা করেছেন: কুরআন মুদ্রণ সেন্টার এবং বিক্রয় কেন্দ্রে দুই হাজারের অধিক বার অপারেশন চালিয়ে এসকল কুরআন শরীফ জব্দ করা হয়েছে।
তিনি বলেন: কুরআন শরিফ ভুল প্রিন্ট এবং প্রকাশের ক্ষেত্রে আমরা অনেক সংবেদনশীল। কারণ, এধরণের কাজের মাধ্যমে সাধারণ জনগণের অনেক বড় ক্ষতি হতে পারে।
আলাভী ইব্রাহিম আরও বলেন: মালয়েশিয়ায় কুরআন প্রিন্টের ক্ষেত্রে ১৯৮৬ আইনের অধীনে বিনা অনুমতিতে কুরআন প্রিন্ট, অবৈধ ভাবে কুরআন আমদানি এবং পবিত্র কুরআনের আয়াত ভুল প্রিন্ট করা অপরাধের শামিল।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন সাধারণের নিকট মোবাইল নম্বর এবং ই-মেইল এড্রেস দিয়ে আহ্বান জানিয়েছে, যদি কুরআন শরীফ তিলাওয়াতের ক্ষেত্রে কোন ভুল চোখে পরে তাহলে তাৎক্ষণিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাতে।
iqna



captcha