IQNA

হুরুফে মুকাত্তায়া সম্পর্কে মিশরীয় অধ্যাপকের মতামত

18:43 - April 06, 2016
সংবাদ: 2600569
আন্তর্জাতিক ডেস্ক: মিসরের "হেলওয়ান" বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ‘আব্দুর রহিম খালাফ’ সম্প্রতি এক গবেষণা মাধ্যমে তিনি পবিত্র কুরআনের খন্ডিতবর্ণ বা হুরুফে মুকাত্তায়া সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: আব্দুর রহিম খালাফ তান নিজের গবেষণায় পবিত্র কুরআনের হুরুফে মুকাত্তায়া সম্পর্কে নতুন মুজেজা এবং পবিত্র কুরআনের বর্ণমালার সাথে হুরুফে মুকাত্তায়ার সম্পর্কের ব্যাপারে তার মতামত প্রকাশ করেছেন।

মিশরের অধ্যাপক এবং পুরাতত্ত্ব বিশেষজ্ঞ আব্দুর রহিম খালাফ তার এই গবেষণায় গুরুত্বারোপ করে বলেছেন: পবিত্র কুরআনে ১৪টি হুরুফে মুকাত্তায়া রয়েছে। আরবির মোট বর্ণমালায় অর্ধেকই হুরুফে মুকাত্তায়া।

তিনি বলেন: হুরুফে মুকাত্তায়ার সকল অক্ষরই সূরা ফাতিহায় এসেছে। হুরুফে মুকাত্তায়া সহকারে পবিত্র কুরআন মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর ওপর নাযিল হয়েছে এবং তৃতীয় খলিফার সময় সংগ্রহণ করা হয়।

পুরাতত্ত্ব বিশেষজ্ঞ বলেন: পবিত্র কুরআনের হুরুফে মুকাত্তায়া ১৪টি রয়েছে এবং এই ১৪টি অক্ষরের সাথে অন্য কোন অক্ষরের সদৃশ নেই। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে : হুরুফে মুকাত্তায়ার মধ্যে (س ـ ش) এই দুটি অক্ষর এক সাথে আসেনি অর্থাৎ শুধুমাত্র (س)অক্ষর টি এসেছে এবং (ط ـ ظ) এই দুটি অক্ষর এক সাথে আসেনি অর্থাৎ শুধুমাত্র (ط)অক্ষর টি এসেছে এবং (ع-غ) এই দুটি অক্ষর এক সাথে আসেনি অর্থাৎ শুধুমাত্র (ع)অক্ষর টি এসেছে

তিনি আরও বলেন: এই গবেষণায় টেবিলের মাধ্যমে হুরুফে মুকাত্তায়া তুলে ধরা হয়েছে। উদাহরণ স্বরূপ (الف) অক্ষরের সামনে শুধুমাত্র ঐ অক্ষরই আনা হয়েছে, (ب، ت، ث، ن) অক্ষরগুলোর সামনে শুধুমাত্র (ن) আনা হয়েছে, (ح، خ، ج ) অক্ষরগুলোর সামনে শুধুমাত্র (ح) আনা হয়েছে, (س، ش) অক্ষরগুলোর সামনে শুধুমাত্র (س) আনা হয়েছে, (ص، ض) অক্ষরগুলোর সামনে শুধুমাত্র (ص) আনা হয়েছে, (ط، ظ) অক্ষরগুলোর সামনে শুধুমাত্র (ط) আনা হয়েছে, (ع، غ) অক্ষরগুলোর সামনে শুধুমাত্র (ع) আনা হয়েছে, (ف، ق، و) অক্ষরগুলোর সামনে শুধুমাত্র (ق) আনা হয়েছে এবং (ل، م، ه، ی) অক্ষরগুলোর সামনে শুধুমাত্র ঐ অক্ষরগুলো আনা হয়েছে।

সর্বশেষে তিনি বলেন: আরবির মোট ২৮টি বর্ণমালা রয়েছে এবং এর মধ্যে ১৪ই টি হুরুফে মুকাত্তায়া। আর সকল হুরুফে মুকাত্তায়া সুরা ফাতিহায় এসেছে।

iqna


captcha