বার্তা সংস্থা ইকনা: আজ রাজধানী তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন। আয়াতুল্লাহ কাশানি আরও বলেছেন, আমেরিকাসহ পাশ্চাত্যের দেশগুলো ইরানের ক্ষতি করার সুযোগ পেলে তা হাতছাড়া করবে না। তিনি বলেন, আমেরিকাকে যে বিশ্বাস করা ঠিক হবে না, তা এরইমধ্যে দেশটির বিভিন্ন আচরণে স্পষ্ট হয়েছে।
তেহরানের জুমার নামাজের খতিব দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও জোরদার করার আহ্বান জানান। তার মতে, অর্থনেতিক ক্ষেত্রে আরও সফল হতে পারলে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রেও সাফল্য আসবে। তিনি এ লক্ষ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির দিক-নির্দেশনার ভিত্তিতে কাজ করার আহ্বান জানান।
ইরানের সর্বোচ্চ নেতা চলতি ফার্সি বছরকে 'প্রতিরোধমূলক অর্থনীতি; পরিকল্পনা ও বাস্তবায়নে'র বছর হিসেবে ঘোষণা করেছেন। সূত্র: তেহরান রেডিও#