IQNA

কেরালার মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড

23:31 - April 10, 2016
সংবাদ: 2600589
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালা রাজ্যের একটি মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮৪ জন নিহত এবং ২০০ অধিক আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

বার্তা সংস্থা ইকনা: রোববার সকালে পোল্লাম জেলার পুটিঙ্গল দেবী মন্দিরে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছেছেন। কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চাণ্ডি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চান্নিথালা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানিয়েছে, ওই মন্দিরে একটা উৎসবকে ঘিরে প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন। আতশবাজি পোড়ানো হচ্ছিল। এক পর্যায়ে বাজি থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ে সামিয়ানার ওপর। দাউদাউ করে জ্বলে ওঠে সামিয়ানা। জ্বলন্ত সামিয়ানাটি পুণ্যার্থীদের ওপর ভেঙে পড়লে জীবন্ত দগ্ধ হন বহু পুণ্যার্থী। এসময় আতঙ্কে দৌড়োদৌড়ি শুরু করে দেয় তারা। ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিদগ্ধ হয়ে বহু মানুষের মৃত্যু হয়। দৌড়োদৌড়িতে পদপিষ্ট হয়ে মারা যান আরও বেশ কিছু মানুষ। আশঙ্কাজনক অবস্থায় বহু পুণ্যার্থীকে তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজ ও কোল্লাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।

কেরালা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেনিথালা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি জানান, আহত ও মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। ঘটনার তদন্ত হবে বলেও জানান তিনি।#

iqna


captcha