বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রশিক্ষণ কোর্সে ইরাকের বিভিন্ন শহর থেকে আগত ১৮০ জন শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র কুরআনের সাংস্কৃতিক বিস্তারের লক্ষ্যে জাতীয় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে।
ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত দারুল কুরআনের কর্তৃপক্ষ ‘আলী আবুদুত তায়ী এ ব্যাপারে বলেছেন: ইরাকের বাবেল, দিওয়ানিয়া, কারবালা প্রদেশ এবং আল মুসিব ও সিদ্দাতুল হিন্দিয়া শহর থেকে ১৮০ জন শিক্ষক উপস্থিত হয়েছেন।
তিনি বলেন: প্রশিক্ষণ কোর্সে তাজবিদের নিয়ম ও আহকাম, শুদ্ধ ভাবে আরবি অক্ষরসমূহের উচ্চারণ ও তিলাওয়াতের আহকাম সহ তিলাওয়াত সংক্রান্ত অন্যান্য নিয়ম প্রশিক্ষণ দেয়া হবে।
বলাবাহুল্য, উক্ত প্রশিক্ষণ কোর্স ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের ‘সাইয়্যেদুল আউসিয়া’ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে।
iqna