আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে হেফজ, তিলাওয়াত ও তাজবিদের আলোকে ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আজ (১৩ই এপ্রিল) দুপুর ১২টায় "ক্রাউন প্লাজা" হোটেল অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনা: কুয়েতের প্রধানমন্ত্রী ‘জাবের মুবারক হামাদ আল-সাবাহ’ উপস্থিতিতে "আন্তর্জাতিক পবিত্র কুরআন অ্যাওয়ার্ড কুয়েত" শিরোনামে ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ‘ইয়াকুব আল-আহমাদ’ উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন: ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উপান্তে কুরআনিক প্রদর্শনীর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত প্রদর্শনীতে গীনিস বুকে রোকর্ডভুক্ত সর্ববৃহৎ কুরআন শরীফ প্রদর্শন করা হবে। তিনি বলেন: উক্ত প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য পবিত্র কুরআনের আয়াতের হলোগ্রাম (ত্রিমাত্রিক ইমেজ) উপস্থাপন করা হবে। ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তথ্য কমিটির সভাপতি ফাহাদ আল জানফাভী বলেন: "আন্তর্জাতিক পবিত্র কুরআন অ্যাওয়ার্ড কুয়েত" শিরোনামে ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানমালা কুয়েতের বিভিন্ন চ্যানেল সহ আরবি ও ইসলামি বিশ্বের বেশ কয়েকটি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। তিনি বলেন: স্যাটেলাইট নেটওয়ার্ক ‘ইছরা’, ‘আল-মুজদ’, ‘ইকরা’ ও ‘আহলুল কুরআন’ সহ বেশ কয়েকটি রেডিও স্টেশনে ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও বেশ কয়েকটি চ্যানেলে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাক্ষাতকার সম্প্রচার করা হবে। ফাহাদ আল জানফাভী আরও বলেন: ইন্টারনেটের মাধ্যমেও ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানমালা সরাসরি দেখা যাবে। বলাবাহুল্য, হেফজ, তিলাওয়াত ও তাজভিদ বিভাগে "কুয়েত অ্যাওয়ার্ড" শিরোনামে ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১৩ই এপ্রিল থেকে একাধারে ২০শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। কুয়েতের বাদশাহ "সাবাহ আহমেদ জাবের আল-সাবাহ" প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের পুরস্কার বিতরণ করবেন। ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে তারবিয শহরের মুহাম্মাদ মাহমুদি এবং গিলান শহর থেকে সাইয়্যেদ ইব্রাহীম ফালাহ তাবাস্সুম পর্যায়ক্রমে হেফজ ও তিলাওয়াত বিভাগে অংশগ্রহণ করেছেন।